, , , , , ,

আমতলীতে ৩দিন ব্যাপী কৃষি মেলা শুরু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।।

আমতলী উপজেলা পরিষদের মাঠে ৩দিন ব্যাপী কৃষি মেলা বুধবার সকাল থেকে শুরু হয়েছে।  কোন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আমতলী উপজেলা প্রশাসন ও  কৃষি সম্প্রসারন অধিদপ্তর এ মেলার আয়োজন করে।

মেলা উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। মেলা উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের  অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ সিএস রেজাউল করিম, আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছা, আমতলী পৌরসভার সাবেক মেয়র মো. নাজমুল আহসান নান্নু, আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খান, নারী ভাইস চেয়ারম্যান জেসিকা তারতিলা জুথী, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক। #

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225