জাতীয় মানবাধিকার সমিতির রজত জয়ন্তী ও ঈসার জন্ম উৎসব পালিত
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ২৫ বছর পূর্তি এবং বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব, সাংবাদিক, উপস্থাপক, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার জন্মদিন পালন করা হয়েছে কক্সবাজার কলাতলি ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্টে। প্রধান অতিথির আসন অলংকৃত করেন চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাকা, কমিউনিকেশন অব বাংলাদেশ (কব) এর চেয়ারম্যান মো: গোলাম ফারুক মজনু। সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক হাফিজ রহমান। এ সময় আরো উপস্হিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রেদুয়ান খন্দকার, সালাম মাহমুদ, তকী সহ প্রমুখ।
শিশুশিল্পী খন্দকার লাবীব রিদুয়ান অহি, খন্দকার কাশফি রেদুয়ান অর্পি, নাবাকে সাথে নিয়ে কেককাটা হয়। এসময় অতিথিরা ঈসাকে ঘিরে নানা স্মৃতিচারণ করে বক্তৃতা করেন। পরবর্তীতে সকালে কোরআনের পাখিদের সাথে মঞ্জুর হোসেন ঈসা শুভেচ্ছা বিনিময় করেন।