বরগুনা প্রতিনিধিঃ
সারাদেশে চলমান ডেভিল হান্টের অভিযানে বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ফরিদ গাজীকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। রবিবার (৬ এপ্রিল) রাত অনুমান ১০টার দিকে বরগুনা পৌর শহরের টাউন হল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি লাকুরতলা মহাসড়ক এলাকার মতিয়ার রহমান গাজীর ছেলে।
পুলিশ জানায়, টাউন হল এলাকায় তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে (মামলা নং ৬-০৪/০২/২০২৫) একটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এস আই দিপন টিকাদারের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ফরিদ গাজীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। রাত ১০টার দিকে পুলিশের একটি টিম টাউন হল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফাতর করে।
Leave a Reply
You must be logged in to post a comment.