আজও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৬৮ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৬৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৭ হাজার ৬৬৭ জন করোনা রোগী শনাক্ত হলো।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২৯টি প্রতিষ্ঠানে ৪ হাজার ৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ৫৬৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬৭ জনে।

আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ পুরুষ ও দুই নারীসহ মোট মারা গেছেন ৫ জন। এদের মধ্যে ২ জন পুলিশ ও একজন সাংবাদিক রয়েছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৬৮ জনে। এর মধ্যে ১৪২ জনই ঢাকায় মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আরো ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৬০ জন সুস্থ হলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৩৯৪। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ৩০ হাজার ৪৩৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৭ হাজার ১৩৬ জন।#

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225