কৃষি ও পচনশীল পণ্য পরিবহনে শুক্রবার থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-দেওয়ানগঞ্জ এবং খুলনা-ঢাকা-খুলনা রুটে পণ্যবাহী ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনা পরিস্থিতিতে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত বলেও জানায় রেলওয়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রেক্ষিতে লকডাউন অবস্থায় কৃষকের উৎপাদিত পণ্য, শাকসবজি ও পচনশীল সামগ্রী পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে ঢাকা চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং খুলনা-ঢাকা-খুলনা রুটে তিন জোড়া পার্সেল বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে, যা ১ মে থেকে কার্যকর হবে।
চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে প্রতিদিন সকাল ১০টায়, ঢাকায় পৌঁছবে রাত সাড়ে ৮টায়। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ছাড়বে প্রতিদিন সন্ধ্যা ৭টায় এবং ঢাকায় পৌঁছবে রাত সোয়া ৩টায়।
খুলনা-ঢাকা-খুলনা রুটে খুলনা থেকে ছাড়বে বিকেল ৫টায়, ঢাকায় পৌঁছবে রাত সাড়ে ৩টায়। এটি সপ্তাহের শুক্র, রবি ও মঙ্গলবার চলাচল করবে। অন্য দুটি রুটের ট্রেন সপ্তাহের ৭ দিনই চলাচল করবে।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর অংশ হিসাবে এক মাসের বেশি সময় ধরেই দেশের রেল যোগাযোগ একপ্রকার বন্ধ। শুধুমাত্র হাতে গোনা কন্টেইনারবাহী ট্রেন এবং তেলবাহী ওয়াগনগুলো চালু রাখা হয়েছিল।#