পল্টনে দগ্ধ তিনজনের মধ্যে ২ জনের মৃত্যু

রাজধানীর নয়াপল্টনে একটি সেলুনে শাটার বন্ধ করে চুল-দাড়ি কাটার সময় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ ঘটেছে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, চুল কাটাতে যাওয়া রাসেল ও পথচারী শাহ আলম।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার এসআই কাজী আশরাফুল হক।

তিনি বলেন, পল্টন থানার অপজিটে ৪৪নং স্টাইল জোন সেলুনের মালিক কালাম বুধবার দিবাগত রাত ৯টার দিকে দোকানের শাটার বন্ধ করে ভেতরে রাসেল নামে যুবকের চুল-দাড়ি কাটছিলেন। তখন দোকানের ভেতরের এসি বিকট শব্দের বিস্ফোরিত হয়। এতে এক পথচারী এবং তারা দুইজন দগ্ধ হন।

পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের তিনজনের অবস্থায়ই আশঙ্কাজনক ছিল। এরপর শুক্রবার দিবাগত রাতে রাসেলের মৃত্যু হয়। আর শনিবার দুপুরে মারা যান পথচারী শাহ আলম। তাদের শরীরের প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ দগ্ধ ছিল।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225