নওগাঁর নিয়ামতপুরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত এবং আরো দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের কুমারগাড়া গ্রামের ইরিবোরো ক্ষেতে বজ্রপাতে এই হতাহতের ঘটনাটি ঘটে। এই বজ্রপাতে নিহতরা হলেন, উপজেলার কুমারপাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে রবিউল ইসলাম (২৬) ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে নাজমুল হক (১৮) । আহতরা হলেন,একই গ্রামের আলাউদ্দিনের ছেলে মিলন (৩২) এবং আব্দুল খালেক এর ছেলে শাহিন (১৭) । আহত দুজনকে আহত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, কুমারগ্রামের মাঠে ধান কাটার সময় শনিবার দুপুরে বজ্রপাত ঘটলে দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত ও আরো দুজন আহত হয়েছেন।