বগুড়ার আদমদীঘির ‘সান্তাহার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল’ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে । আজ সোমবার বেলা সাড়ে ১১টার হাসপাতালটির নতুন করে সংস্কার কাজ শুরু করা হয়েছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান জানিয়েছেন, আগামী ১৮ মাসের মধ্যে হাসপাতালটির সংস্কারের কাজ সম্পন্ন করা হবে। এ কাজের ব্যায় ধরা হয়েছে প্রায় পৌনে তিন কোটি টাকা।
স্থানিয়রা বলছেন , ১৫ বছর পর চালুর মধ্যে দিয়ে সান্তাহারবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে।
সংস্কারের কাজ শুরুর দিনে বগুড়া জেলার সুপারটেন ইঞ্জিনিয়ার মীর মো. আব্দুল হান্নান, বগুড়া জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অশতোষ কর্মকার, সহকারী ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, মো. মাহিন, আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ্ দেওয়ান, ঠিকাদার ফারুক হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সংস্কার কাজ শুরুর বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ্ দেওয়ান নিশ্চিত করেন।