চীন-ভারত সংঘাত নিরসনে সমঝোতার আহ্বান জার্মানির

ভারত ও চীনের চলমান সংঘাতে  দুই পক্ষকেই  শান্তিপূর্ণ আচরণ এবং  সংযত আচরণের আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী “হাইকো মাস”৷ জার্মানি তার নিজস্ব ভু- রাজনৈতিক  প্রভাব বিস্তার করে  দেশ দুটির সামরিক সংঘাত থেকে বিরত রাখার চেষ্টা করছে।

 

জার্মান বহুল পঠিত সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে “হাইকো” বলেন, এই দুটিই বৃহৎ জনবহুল দেশ এবং অর্থনৈতিক দিক দিয়ে এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল।   আমি মনে করি তাদের এমন কোন সংঘাতে জড়ানো উচিত হবে না,যা সত্যিকারের সামরিক উত্তেজনায় রূপ নিতে পারে৷ তিনি আরও  বলেন, এজন্য উত্তেজনা নিরসনে আমরা  দুই পক্ষের উচ্চপর্যায়ে চেষ্টা চালাচ্ছি৷

 

ভারত-চীন যাতে সামরিক সংঘাতে না জড়ায়, জার্মানি  তার নিজস্ব প্রভাব খাটিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে ৷ এক্ষেত্রে কোন আলোচনা প্রক্রিয়ায় বার্লিন সরাসরি অংশ নিবে না বলেও সাফ  জানিয়েছেন  হাইকো মাস৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি না বার্লিন সবক্ষেত্রে সবসময় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রয়োজন আছে৷ তবে আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আছি এবং জুলাই থেকে সভাপতির দায়িত্বও নিচ্ছি৷ প্রয়োজন হলে আমরা সেটা বিবেচনা করব । হাইকো মনে করেন ভারত ও চীন সংঘাতে জড়ালে তা শুধু এই দুই দেশ নয় গোটা অঞ্চলকেই আক্রান্ত করবে৷ আর সে কারণেই যে-কোনো সামরিক সংঘর্ষ এড়াতে দুই দেশকেই সতর্ক বার্তা দিয়ে যাচ্ছে বার্লিন৷

 

সোমবার রাতে লাদাখ সীমান্তে সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশের সৈন্যরা৷ নিহত হয়েছেন ভারতের অন্তত ২০ জন সেনা সদস্য৷ বেশ কয়েকজন চীনা সৈন্যও নিহত হয়েছেন বলে ভারতীয় বিভিন্ন সূত্র দাবি করে আসছে৷ তবে চীন সরকার এখনও এই বিষয়ে কিছু জানায়নি৷

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225