করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন তথ্য সচিব কামরুন নাহার। বুধবার তার একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত রোববার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। মঙ্গলবার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে এমনিতে তার কোনো উপসর্গ ছিল না।
বর্তমানে তথ্য সচিব বাসায় আইসোলেশনে আছেন বলেও জানান মোহাম্মদ এনামুল আহসান।
তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুর নাহার এর আগে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা ছাড়াও গণযোগাযোগ অধিদফতর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।