করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। করোনামুক্ত হয়ে আজ বুধবার তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে রাজধানীর হেয়ার রোডের বাসায় উঠছেন।

 

বিষয়টি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন গণমাধ্যমকে জানান, করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় এবং অন্য কোনো সমস্যা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে। এতে তিনি বাসায় ফিরেছেন।

 

বেশ কিছু দিন ধরে মন্ত্রী নির্বাচনী এলাকায় করোনাকালীন ত্রাণ বিতরণ ও এ সংক্রান্ত কার্যক্রম তদারকি করছিলেন মন্ত্রী। এসময়ে তিনি করোনা আক্রান্ত হন। গত ৭ জুন তাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে বান্দরবান থেকে ঢাকা সিএমএইচে আনা হয়।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225