করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ৮০৯ জন শনাক্ত হয়েছে। একই সময় গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪৩ জন। মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৩ জন নারী।
রোববার (২৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাসায় ১২ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে গেছেন ১ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১ হাজার ৭৩৮ জনের।
Facebook Comments Box