লঞ্চডুবির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ঢাকার বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোমবার (২৯ জুন) পৃথক শোকবার্তায় এ মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এ দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বানও জানান তারা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী উদ্ধার তৎপরতার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

 

এর আগে আজ (২৯ জুন) সকাল ১০টার দিকে মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ৫০ যাত্রী নিয়ে ডুবে যায় লঞ্চটি।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, কুমিল্লা ডক এরিয়ার পাশে লঞ্চটি ডুবেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225