আবারও করোনা পজিটিভ মাশরাফির

মাশরাফি বিন মুর্তজার দ্বিতীয়বার পরীক্ষাতেও তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফির ঘনিষ্ঠ সূত্র। তবে মাশরাফি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে।

 

১৪ দিন আগে কোভিড-১৯ পজিটিভ হন জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা। আক্রান্ত হওয়ার পর বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। মাশরাফির পর তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজারও করোনা ধরা পড়ে।

 

এর আগে মাশরাফির করোনা টেস্টের ফল নেগেটিভ আসার খবর চাউর হয়েছিল। এ নিয়ে গত ২৮শে জুন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মাশরাফি লিখেন-

বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি।

 

১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছে আছে। মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225