কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর নেই

বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। জনপ্রিয় এ সংগীতশিল্পী আজ সোমবার সন্ধ্যায় তার জন্মস্থান রাজশাহীতে মৃত্যুবরণ করেন তিনি। সেখানে তার বোনের বাসায় চিকিৎসাধীন ছিলেন তিনি।

 

শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন এই সংগীতশিল্পী।

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়। সেখানে কয়েক মাস একনাগাড়ে তার চিকিৎসা চলে। কিছুদিন আগে তিনি দেশে ফেরেন। চলে যান জন্মস্থান রাজশাহীতে।

 

১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেনথ চলচ্চিত্রে ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউথ গানের মধ্য দিয়ে এন্ড্রু কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। এন্ড্রু কিশোরের খুব জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘জীবনের গল্প আছে বাকি অল্পথ, ‘হায়রে মানুষ রঙিন ফানুসথ, ‘ডাক দিয়াছেন দয়াল আমারেথ, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটিথ, ‘আমার বুকের মধ্যে খানে প্রভৃতি। এন্ড্রু কিশোর আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225