মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের ২০১৬-১৭ অর্থ বছরের এলজিএসপি-৩ এর আওতায় বাল্য বিবাহ,যৌতুক,মাদক ও সমসাময়িক কোভিড-১৯ বিষয়ে ওয়ার্ড কমিটি ও সুপারভিশন কমিটির ভূমিকা ও করণীয় শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গঁলবার(৭ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে জামশা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে পরিষদের আয়োজনে শারিরীক শিক্ষক ফজলুল হক এর পরিচালনা জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিঠুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন-বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক,ইউপি সদস্য আছিয়া বেগম,সুফিয়া,জুলেখা,ইস্তাফিজুর রহমান,শহিদুল ইসলাম,জাফর হোসেন,আব্দুল মালেক,আমজাদ হোসেন,সচিব মো. হযরত আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভার শেষে জামশা ইউনিয়নের দক্ষিন জামশা হাইস্কুল ও উত্তর জামশা হাইস্কুলের ছাত্র/ছাত্রীদের জন্য শিক্ষকদের হাতে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিঠু খেলার সামগ্রী তুলে দেন।