মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দেশে বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৮৯ জন।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাড়াঁলো ২ হাজার ১৯৭ জনে। আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৭২ হাজার ১৩৪ জন।
আজ (বুধবার) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ সব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।। এছাড়া, আরও ২ হাজার ৭৩৬ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮ জন।