মানিকগঞ্জের সিংগাইরে আজ বুধবার ৮ইং জুলাই সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল এলাকায় জনৈক কৃষক বদর উদ্দিনের একটি পাট ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ঐ যুবকের বয়স আনুমানিক ৩৮/৪০। তার পরনে ছিল সাদা সবুজ রঙের লুঙ্গি আর গায়ে প্রিন্টের সাদা শার্ট। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। তবে তার পাশ থেকে যৌন উত্তেজক ওষুধের বোতল পাওয়া গেছে।
পুলিশের ধারণা সম্ভবত যৌন উত্তেজক ওষুধ পান করেই সে ঐ পাট ক্ষেতে মারা গেছে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত লাশটির এখনও পরিচয় পাওয়া যায়নি।