দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোবরগাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে গরু ব্যবসায়ী শিপন হাসান (৩২) এর উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানাযায়, শিপন হাসান (৩২) এর সাথে দীর্ঘদিন ধরে অভিযুক্ত প্রতিবেশী ১। জেহেদুল (৩৫) ২। জামিরুল (৩২) ৩। হাপু (২৮) সর্ব পিং মৃত আহম্মদ আলী ৪। মনি (৪০) পিং মৃত নকিমদ্দিন ৫। কলম (৩৮) পিং মৃত আব্দুস সোবাহান ৬। সাইদুল (৪০) পিং মৃত রাহাত আলী ৭। আরিফুল (৩২) পিং মোস্তাফিজুর সর্ব সাং গোবরগাড়াদের সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় উক্ত অভিযুক্ত প্রতিবেশীরা শিপনসহ তার পরিবারের লোকজনকে খুন জখম করার হুমকি দিয়ে থাকে এবং সুযোগ খুজতে থাকে।
গত ০৭ই জুলাই তারা লাঠি শোটা, ইট পাটকেল ইত্যাদি নিয়ে শিপনের বাড়ীতে হামলা করে বলেও উল্লেখ্য আছে অভিযোগে। অভিযোগে আরোও উল্লেখ্য করা আছে ০৯ই জুলাই সকাল অনুমান ৭টার সময় শিপন গরু কেনার উদ্দেশ্য বাড়ী থেকে বের হলে পূর্ব থেকে ওত পেতে থাকা অভিযুক্ত ব্যক্তিরা আচমকা শিপনকে হামলা করে কাঠের বাঠাম দিয়ে বেধড়ক পারপিট করতে থাকে।
ঘটনার সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শিপনকে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এবিষয়ে আহত শিপনের বড় ভাই জিয়াউল হক বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে থানার (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযোগ সত্য হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।