সিংগাইরে এক বৃদ্ধের প্রানকেড়ে নিল হ্যালোবাইকে

মো.সাইফুল ইসলাম শিকদার, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের কাপালিভিটা সেতুর ঢালে ওহাব আলী (৬৫) নামের এক দিনমজুর হ্যালোবাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার(১০ জুলাই) ভোর ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধে ওহাব আলী উপজেলার চর দাশেরহাটি গ্রামের মৃত জৈনুদ্দিনের ছেলে ।

স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার চারিগ্রাম ইউনিয়নের চর দাশেরহাটি গ্রামের মৃত জৈনুদ্দিনের ছেলে দিনমজুর ওহাব আলী শুক্রবার(১০ জুলাই) ভোর ৫টার দিকে তালপট্রি এলাকার আব্বাস আলীর জমির পাট কাটতে বাড়ি থেকে বের হয়। সে সিংগাইর-চারিগ্রাম সড়কে পায়ে হেটে কাজ করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে এ সময় চারিগ্রাম দিকে আসা হ্যালোবাইকটি কাপালিভিটায় সেতুর দক্ষিন পাশের্বর ঢালে তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই ওহাব আলীর মৃত্য হয়। এর কিছুক্ষন পর ওই গ্রামের রুবেল নামের শওকত আলীর বাড়ির রাখাল মুরগির খামারে যাওয়ার পথে রাস্থায় রক্তাক্ত লাশ দেখতে পায়।

পরে তার বাড়িতে গিয়ে ছেলে আজিজকে জানালে তারা লাশ উদ্ধার করে নিয়ে আসে। সকাল সাড়ে ১১ টায় দাশের হাটি স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এ ব্যাপারে নিহতের ভাতিজা আবদুর রাজ্জাক সাংবাদিকদের জানান, সকালে রুবেলের মাধ্যমে জানতে পেরে আমরা ঘটনাস্থলে যাই । কে বা কার গাড়ী মেরেছে দেখি নাই , খেঁাজ নিচ্ছি । তবে হ্যালোবাইক দুর্ঘটনা ঘটিছে বলে আমাদের ধারণা।  এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

চারিগ্রাম ইউপি চেয়ারম্যান সাজেদুল আলম স্বাধীন বলেন, হ্যালোবাইক ধাক্কা দিয়ে ফেলে টেনে হেছড়ে নিয়েছে। ঘটনাস্থলে হ্যালোবাইকের ভাঙ্গা গ্লাস ও এন্ডিকেটর পাওয়া গেছে।  এ ঘটনাটি কে ঘটিয়েছে তাকে খুজে বের করা হবে।

 

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225