ঈশ্বরদীতে ডাক্তার-নার্সসহ হাসপাতালের ৯ জন করোনা আক্রান্ত

খায়রুল বাশার মিঠু,ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

চিকিৎসা সেবা দিতে গিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ডাক্তার-নার্সসহ ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ এ এফ এম আসমা খান ৯ জন করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্তরা হলেন হাসপাতালের চিকিৎসক ডাঃ উম্মে হাবিবা, সিনিযর ষ্টাফ নার্স দিব্যা ভারতী, রুমানা পারভীন, তৃপ্তি বিশ্বাস, হাসপাতালের আয়া আফরোজা, পরিবার পরিকল্পনার সাড়া ইউপি’র স্বাস্থ্য কেন্দ্রের আয়া পাপিয়া সুলতানা, সলিমপুর হেলথ কমিউটিটি সেন্টারের সাইফুল ইসলাম,  হাসপাতালের ক্লিনার ইব্রাহিম হোসেন ও বাবুর্চি রফিকুল ইসলাম ।

আক্রান্তদের ৮ জন হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা গ্রহন করছেন। পরিবার পরিকল্পনার সঁাড়া স্বাস্থ্য কেন্দ্রের আয়া পাপিয়া সুলতানার অক্সিজেন লেভেল নীচে নেমে যাওয়ায় তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা খাতুন জানিয়েছেন। ##

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225