আবারও বিয়ের পিঁড়িতে বসলেন ক্রিকেটার মোসাদ্দেক

জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। ১০ জুলাই (শুক্রবার) বিয়ে করেছেন ২৪ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার। মোসাদ্দেকের দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে তামান্না। তার বাড়ি ময়মনসিংহ নগরীর তালতলা এলাকায়।

 

বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে ঘটা করে বিয়ের আয়োজন করা সম্ভব হয়ে ওঠেনি মোসাদ্দেকের পারিবারের। ঘরোয়া পরিবেশে শুধু পরিবারের সদস্যদের নিয়েই বিয়ে সম্পন্ন করেছেন তিনি। ১১ জুলাই (শনিবার) রাতে নিজের দ্বিতীয় বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন মোসাদ্দেক।

 

নিজের ফেসবুকের প্রোফাইল এবং ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে এক যুগল ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের নতুন যাত্রা শুরু করছি। আমাদের জন্য দোয়া করবেন।থ

 

১২ জুলাই (রোববার) গণমাধ্যমকে মোসাদ্দেক হোসেন সৈকত জানিয়েছেন, ‘করোনা ভাইরাসের প্রভাবে সীমিত পরিসরে পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে পরবর্তীতে সবাইকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে।থ

 

২০১২ সালে আপন খালাতো বোন সামিয়া শারমিনকে বিয়ে করেছিলেন সৈকত। তবে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে সে সংসার টেকেনি বেশিদিন। পারিবারিকভাবে মনোমালিন্য হওয়ায় প্রথম স্ত্রীকে তালাক দেন মোসাদ্দেক।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225