জয়া পেলেন কলকাতায় ডিজিটাল পুরস্কার!

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পেলেন কলকাতায় ডিজিটাল পুরস্কার । ‘কণ্ঠথ ছবিতে রমিলা চরিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কারে তাঁর নাম ঘোষণা করা হয়েছে।

 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনলাইনে প্রথমবারের মতো পুরস্কারের আয়োজন করে উইন্ডোজ প্রডাকশন হাউজ। এর নাম ‘ফিল্ম অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ডথ।

 

জয়া বলেন, ‘কণ্ঠথর রমিলা চরিত্রটা অসাধারণ। এটি আমার কাছে বিশেষ চরিত্র। এই চরিত্রে অভিনয়ের জন্য তাঁরা আমাকে ‘ট্রেন্ডসেটিং পারফর্মেন্স অব দ্য ইয়ারথ পুরস্কারটি দিয়েছে। এটা আমার জন্য গর্বের ও সম্মানের।

 

জয়া আরো বলেন, যাদের কণ্ঠনালিতে ক্যানসার হয়, তাদের সাউন্ডবক্সটা কেটে ফেলতে হয়। তাই এই ভয়েসে কথা বলার জন্য আমাকে ট্রেনিং নিতে হয়েছে শুটিংয়ের আগে।

 

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, শিবপ্রসাদ মুখার্জি ও পাওলি দাম।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225