ফরিদপুরের সালথায় পাট আঁশ ও পাট বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে ফরিদপুর পাট গবেষনা ইনস্টিটিউট এর আয়োজনে ১ দিন ব্যাপি এ কৃষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনের মূল বিষয় বস্তু ছিলো কিভাবে পাটের আঁশ বৃদ্ধি করা যায়। ও বীজ উৎপাদন ও সংরক্ষন করার উপর বিশেষ গুরুত্বরোপ করা হয় এই প্রশিক্ষনে।
প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের পাট গবেষনা আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রনজিৎ কুমার ঘোষ,উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মুজিবর রহমান, সালথা উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ জীবাংশু দাস প্রমূখ।