অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের নবাবগঞ্জে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মো.আব্দুল গফুর নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে করোনায় ভাইরাসে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের তর্পনঘাট এলাকার নিজ বাসায় মো.আব্দুল গফুর (৭৩) এবং বুধবার ভোর রাতে মারা যান।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো.শাহাজাহান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মো.আব্দুল গফুর গত কয়েকদিন আগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮জুলাই তার করোনা পজেটিভ হয়। পরে পরিবারের লোকজন নিজ বাড়িতে রেখে মো.আব্দুল গফুর’র চিকিৎসা চালিয়ে যান।
বুধবার ভোরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাসাতেই তিনি মারা যান। ওই বৃদ্ধের ছেলে, ছেলের বউ এবং মেয়ে করোনায় আক্রান্ত আছেন।