বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিসি অ্যাওয়ার্ড-২৪ পেলেন আব্দুল মান্নান মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছে বিএনপি শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাংবাদিক নেতা গোলাম ফারুক মজনু বিরামপুর পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর বিচারের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মিজান শাহ্ দরবারে ৫৩ তম মাহফিল অনুষ্ঠিত। অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান আবহাওয়ার বৈরীতায় উত্তাল সাগর, ঝড়ের আশঙ্কা

বোর্নমাউথকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ম্যানসিটি

অনলাইন ডেস্ক / ১৬৮ শেয়ার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

ম্যাচের প্রথম ৪৫ মিনিটে করা দুই গোলের কল্যাণেই জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। বিরতির পর গোলের জন্য সংগ্রাম করলেও জালের দেখা মেলেনি গার্দিওয়ালার শিষ্যদের। উল্টো শেষ দিকে নিজেদের জালে বল জড়ানো দেখতে হয়েছে। অবনমন অঞ্চলের বোর্নমাউথকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ইতিহাদের দলটি।

 

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে সিটি। দলটির হয়ে একটি করে গোল করেন দাভিদ সিলভা ও গাব্রিয়েল জেসুস। বোর্নমাউথের একমাত্র গোলদাতা ডেভিড ব্রুকস।

 

লিগে প্রথম দেখায় বোর্নমাউথের মাঠে ৩-১ গোলে জিতেছিল গত দুই আসরের চ্যাম্পিয়নরা।

 

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ৫-০ গোলে হারানো ম্যাচ থেকে ছয়টি পরিবর্তন এনে খেলতে নামে সিটি।

 

ঘরের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটে চমৎকার এক ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন সিলভা। ডি-বক্সের একটু বাইরে থেকে এই স্প্যানিশ মিডফিল্ডারের বাঁ পায়ের শট রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে ক্রসবারের নিচের অংশে লেগে জালে জড়ায়।

 

৩৩তম মিনিটে দারুণ সেভে সিটির ত্রাতা এদেরসন। বোর্নমাউথের ইংলিশ মিডফিল্ডার জুনিয়র স্ট্যানিসলাসের ফ্রি-কিক ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে।

 

পাঁচ মিনিট পর দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন জেসুস। সিলভার বাড়ানো বল ডি-বক্সের ভেতর পেয়ে দুই জনকে কাটিয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

 

৭২তম মিনিটে ডি-বক্সের ভেতর প্রতিপক্ষের পায়ে লেগে জেসুস পড়ে গেলে রেফারি প্রথমে পেনাল্টির বাঁশি বাজান। তবে, ভিএআরে বদলে যায় সিদ্ধান্ত।

 

৮৮তম মিনিটে ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দিয়েছিল বোর্নমাউথ। তবে, বাকি সময়ে দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা।

 

 

৩৬ ম্যাচে ২৪ জয় ও তিন ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটি ৫৯ পয়েন্ট নিয়ে চারে আছে। গোল পার্থক্যে পিছিয়ে পাঁচ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

 

একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ৩-১ গোলে জিতেছে টটেনহ্যাম হটস্পার। ৩৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে জোসে মরিনিয়োর দল।

 

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com