সালথায় ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ

এফ এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার বল্লভদি ইউনিয়নের চন্ডিবর্দি এলাকা  থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ্র দিক নির্দেশনায় এস আই মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিবর্দি গ্রামের আবু মিয়ার বাঁসবাগানে জুয়া খেলার সময়  অভিযান চালিয়ে তাদের কে আকট করে। এসময় আরও ৭ জন পালিয়ে যায় ঘটনাস্থল থেকে  পরে ওই ৭ জনসহ মোট ১৩ জনের  বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে ধৃত ৬ জনকে আদালতে প্রেরন করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225