চায়না আলম, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২টি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বিসিবির পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়।
বৃহস্পতিবার বিকালে পয়লা ইউনিয়নের তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশন প্রাঙ্গনে ২৪০ জন ও ঘিওর ডি.এন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৩০০ জন অসহায় হতদরিদ্র ও বন্যা কবলিতসহ মোট ৫৪০ জন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ঘিওর সরকারি কলেজের পিছনের দিক সহ বিভিন্ন স্থানে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি দুর্জয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, নির্বাহী অফিসার আইরিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু,প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ মোঃ জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা,পয়লা ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ,ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুলসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকমর্ীরা উপস্থিত ছিলেন।