বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস দুনিয়াজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ অজানা এই ভাইরাসে সংক্রমিত হচ্ছেন। আজ শুক্রবার (১৭ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৬৩৯ জনে।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত এ দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ৯৫ হাজার ২৫ জন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২০ লাখ ১৪ হাজার ৭৩৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
এদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। এখানে মোট ১০ লাখ ৫ হাজার ৬৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৫২ হাজার ৭৯৭ জন।
সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।