বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:
জ্যোতিষ বেশে মানুষের ভবিষ্যত গণনা করা নাকি তার কাজ, কিন্তু ইয়াবাসহ তাকে আটক করা হবে তা জানা ছিলোনা আলমগীর হোসেন নামক এক গণক বেশধারী প্রতারকের।
আজ বেলা ৩টার দিকে কক্সবাজার সদর থানাধীন দরিয়ানগর ব্রীজের উপর হতে ১৪শ ২৮পিছ ইয়বাসহ তাকে আটক করেছে কক্সবাজার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্ত।
সে নোয়াখালী জেলার সুরমা থানার পূর্ব এওজবালওয়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
জেলা ডিএনসি’র সহকারী পরিচালক সোমেন মন্ডল ‘বার্তা বাজার’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজার অভিমুখী একটি সিএনজি তল্লাশী করে আলমগীর নামক ব্যক্তির শরীর তল্লাশী করে ১৪শ ২৮পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।