বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিসি অ্যাওয়ার্ড-২৪ পেলেন আব্দুল মান্নান মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছে বিএনপি শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাংবাদিক নেতা গোলাম ফারুক মজনু বিরামপুর পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর বিচারের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মিজান শাহ্ দরবারে ৫৩ তম মাহফিল অনুষ্ঠিত। অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান আবহাওয়ার বৈরীতায় উত্তাল সাগর, ঝড়ের আশঙ্কা

বিদেশগমনকারী সকল যাত্রীদের করোনার সনদ বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক / ২৭০ শেয়ার
প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২০

বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশগমনকারী সকল এয়ারলাইন্সের যাত্রীদের কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ২৩ জুন থেকেই এই নিয়ম কার্যকর করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়েছে

 

মন্ত্রণালয় জানিয়েছে, সরকারী নির্দেশ অনুযায়ী আগামী ২৩ জুলাই হতে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারী সকল এয়ারলাইন্সের যাত্রীদের কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক। গত ১২ জুলাই অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ নিয়ে বিদেশ গমনের সিদ্ধান্ত গৃহীত হয়। সে কারণে বিদেশ গমনেচ্ছু সম্মানিত যাত্রীগণকে সরকার ঘোষিত কোভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত নির্দেশাবলী প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।

 

সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত নির্দেশাবলী:

 

১। বিমান যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে;

 

২। নমুনা প্রদানের সময় যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে;

 

৩। বিদেশ গমনেচ্ছু যাত্রীরা কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন;

 

৪। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন;

 

৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০/- টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০/- টাকা ফি প্রদান করতে হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত ১৬টি সরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানে কোভিড টেস্ট গ্রহণযোগ্য:

 

১. শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল।

 

২. বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ, চট্টগ্রাম।

 

৩. কক্সবাজার মেডিকেল কলেজ ( আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি)।

 

৪. কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা।

 

৫. ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ঢাকা।

 

৬. ইন্সটিটিউট অব পাবলিক হেলথ, ঢাকা।

 

৭. ন্যাশনাল ইন্সটিটিউট অফ প্রিভেন্টিভ এন্ড সোশাল মেডিসিন,ঢাকা

 

৮.নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল,নারায়ণগঞ্জ।

 

৯. খুলনা মেডিকেল কলেজ, খুলনা।

 

১০. কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া।

 

১১. ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।

 

১২. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া।

 

১৩. রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।

 

১৪. এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর।

 

১৫. রংপুর মেডিকেল কলেজ, রংপুর।

 

১৬. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।

 

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com