মানিকগঞ্জে দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ

মানিকগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার বেলা পোনে ১ টার দিকে সদর উপজেলার সুরুন্ডি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে জসিম উদ্দিন (৩২) ও পূর্ব দাশড়া এলাকার শ্যামা পদ পালের ছেলে নারায়ন চন্দ্র পাল (৩৪)।

 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফ সরকার জানান, জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম মহোদয়ের সার্বিক তত্বাবধায়নে এই অভিযান পরিচালিত হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে সুরুন্ডি এলাকার মেহেদী সুজ দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওই এলাকায় তারা ফেনসিডিল বিক্রির উদ্যেশে অবস্থান করছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রবিউল নামের আরেক মাদক ব্যবসায়ি পালিয়ে যায়।

 

তিনি আরো জানান, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে কৌশলে বিভিন্ন জায়গা থেকে ফেনসিডিল সংগ্রহ করে নারায়ন চন্দ্র পাল এবং রবিউল এর সহায়তায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করে আসছিল। এব্যাপারে একটি মামলা হয়েছে।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225