ঘিওরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জের ঘিওর দৌলতপর আঞ্চলিক সড়কের বাইলজুড়ি এলাকায় ভিলেজ লাইন পরিবহনের একটি বাসচাপায় আমিনুর রহমান (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

 

রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঘিওর-আঞ্চলিক সড়কের বাইলজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আমিনুর রহমান জেলার দৌলতপুর উপজেলার উত্তরা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

 

ঘিওর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, সকালে ওই এলাকায় দৌলতপুরমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক আমিনুর রহমান। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আমিনুর রহমানের ছেলে ইয়াসিন খান নয়ন।

 

দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। তবে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225