টেকনাফে জোরপূর্বক অসুস্থ জেলেকে মাছ শিকারে পাঠিয়ে নিখোঁজ

বিশেষ প্রতিনিধি:

সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই মারধর করে জোর পূর্বক মাছ শিকারে পাঠিয়ে কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গা জেলে নিখোঁজ রয়েছে।

 

আজ ভোরে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শামলাপুর সংলগ্ন বঙ্গোপসাগরে এঘটনা ঘটে।

 

নিখোঁজ জেলে ২৩ নং শাপলাপুর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা আব্দু সালাম(৪৫)।

 

স্থানীয় সূত্র জানায়, শাপলাপুর ইউনিয়নের মৌলভী ছৈয়দ করিমের মালিকানাধীন নৌকাটি ভোরে শাপলাপুর মৎস্য ঘাট থেকে ৫জন মাঝি মাল্লাসহ বঙ্গোপসাগড়ে পাড়ি দেয়। ঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষনের মধ্যেই ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটির মাঝি আব্দুস সালাম সাগরে পড়ে যায়। পরবর্তীতে ভয়ে নৌকায় থাকা অপর লোকজন নৌকা নিয়ে কূলে ফিরে আসে। রাতে রিপোর্ট লিখা পর্যন্ত নিখোঁজ মাঝির সন্ধান পাওয়া যায়নি।

 

এদিকে স্থানীয় ভাবে কয়েকটি নির্ভর‍্যোগ্য সূত্র জানায়, নিখোঁজ মাঝি উত্তাল সাগরে মাছ ধরতে যেতে অস্বীকার করলে নৌ মালিকের ছেলে কাউছার মাঝিকে শনিবার (১৮ জুলাই) বেদম প্রহার করে। পরের দিন ভোরে অসুস্থ অবস্থায় তাকে মাছ ধরতে পাঠালে শরীর ভারসাম্য ধরে রাখতে না পেরে সাগড়ে পড়ে যায়। ইতি পূর্বেও মৌলভী ছৈয়দ করিমের নৌকার এমন আরেকটি ঘটনা ঘটেছিলো। যা পরবর্তীতে ৮০ হাজার টাকার বিনিময়ে স্থানীয় ভাবে ধামাচাপা দেয়ে হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

 

এই বিষয়ে নৌ মালিক ছৈয়দ করিমের কাছে জানতে চাওয়া হলে কোন উত্তর দিতে পারেনি। উল্টো প্রশাসনের নাম ভাঙ্গীয়ে প্রতিবেদককে প্রভাবিত করার চেষ্টা করেন।

 

শাপলাপুর পুলিশ ফাড়ীর তদন্ত কর্মকর্তা লিয়াকত জানান,  নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে পাঠিয়ে নৌ দূর্ঘটনার বিষয়টি অবগত হয়েছি। মারধর করে পাঠানোর বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225