ফরিদপুরের সালথায় গাঁজার গাছসহ হালিম বিশ্বাস (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এঘটনায় থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সালথা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে এসআই মোঃ আঃ রহমান ও এএসআই মোবারক হোসেনসহ একটি পুলিশ টিম রবিবার রাত ৮টার দিকে ফুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মৃত এলেম বিশ্বাসের ছেলে হালিম বিশ্বাসকে আটক করে। এসময় আটককৃতর মেহেগুণি ও লেবুর বাগানের মধ্যে থেকে দুইটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, গাঁজার গাছসহ আটককৃত হালিম বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য গাজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে রোপন ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। সোমবার ধৃত আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।