আরবে গতকাল ২০ জুলাই, সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। যে কারণে আগামীকাল ২২ জুলাই, বুধবার থেকে শুরু হচ্ছে হজের মাস। সে অনুযায়ী ৩০ জুলাই পবিত্র হজব্রত পালিত হবে। আর ৩১ জুলাই সেখানে পালন হবে ঈদুল আজহা।
আরবি চান্দ্রবর্ষের শেষ মাস জিলহজ। এ মাসেই পালিত হয় হযরত ইব্রাহিমের (আ.) আত্মত্যাগের স্মৃতিধন্য ঈদুল আজহা, যা বাংলাদেশের মুসলমানদের কাছে কোরবানির ঈদ নামে পরিচিত। প্রতি বছর বিশ্বের নানা প্রান্তের লাখ লাখ মুসলমান মক্কা-মদিনায় পবিত্র হজব্রত উপলক্ষে সমবেত হন। নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে তারা হজ ও ঈদুল আজহা পালন করেন।
তবে এবার প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে সীমিত পরিসরে পালিত হবে হজ ও ঈদ। শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত ব্যক্তিদের মধ্যেই নির্দিষ্টসংখ্যক মানুষ এবার হজ পালন করতে পারবেন।