স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক ডা. খুরশীদ আলম

নানান বিতর্কের মুখে সদ্য পদত্যাগ করা অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

 

স্বাস্থ্য অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে ঢাকা মেডিকেলের চিকিৎসক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়োগ দেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক ডা. খুরশীদ আলম।

 

করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ব্যর্থতার পাশাপাশি স্বাস্থ্য খাতের সরঞ্জামাদি কেনাকাটায় নজিরবিহীন দুর্নীতির কারণে ডা. আবুল কালাম আজাদ সমালোচিত হচ্ছিলেন।

 

 এসব নিয়ে তীব্র সমালোচনা ও বিরূপ পরিস্থিতির মুখে আবুল কালাম আজাদ গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। বৃহস্পতিবার তার পদত্যাগপত্র গ্রহণ করে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন তারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

 

এর পরই স্বাস্থ্য অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়োগ দেয়া হয়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225