দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু; শনাক্ত ২৫৪৮ জন

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায়  আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৮৩৬ জন কোভিড রোগী মারা গেলেন।

একই সময়ে ২ হাজার ৫৪৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন।

 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৮ জন এবং মোট সুস্থ ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন।

 

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৭টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন।

 

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ১৯ শতাংশ।

 

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৩৫ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৭ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৮৩৬ জন।

 

এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ২৩৭ জন আর নারী ৫৯৯ জন।

 

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৮ জন এ পর্যন্ত সুস্থ ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন।

 

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৩৩ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।

 

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বয়স বিভাজনে ৩১-৪০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে ৪, ৫১-৬০ বছরের মধ্যে ৮, ৬১-৭০ বছরের মধ্যে ১৩, ৭১-৮০ বছরের মধ্যে ৪, ৮১-৯০ বছরের ৩, ৯১-১০০ বছরের মধ্যে এক এবং ১০০ বছরের ওপরে একজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ৩২ জন এবং বাড়িতে ৩ জন মারা গেছেন।

 

ডা. নাসিমা আরও জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ৬, রাজশাহী এক, খুলনায় ৬, সিলেটে ৪, রংপুরে ৪ এবং বরিশালে ৩ জন মারা গেছেন।

 

এ পর্যন্ত ঢাকা বিভাগে এক হাজার ৩৭২ জন, চট্টগ্রামে ৭০৭, রাজশাহী ১৫৯, খুলনায় ১৯৪, বরিশালে ১০৯, রংপুরে ১০৪, সিলেটে ১৩৩ এবং ময়মনসিংহে ৫৮ জন মারা গেছেন।

 

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

 

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225