নরসিংদীতে ডিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ শীর্ষ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযানে ৪ হাজার ২ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ শত ভারতীয় ফেনসিডিল সহ ৬ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

গোপন সংবাদের ভিত্তিতে  এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী জেলার দুটি থানা এলাকায় পৃথক অভিযানে ০৬ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন এবং ৪,২৫০ পিস ইয়াবা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

এসআই মোস্তাক আহম্মেদ দিবাগত রাত ১২:০৫ ঘটিকায় পলাশ থানাধীন পলাশ বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা ভবনের অপর পার্শ্বে জনৈক শাহিন স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী (১) মোঃ সুজন মিয়া(২৪),পিতা-

আঃবাতেন মিয়া,সাং-পীতামবরদী,(২) মোঃ শাকিল মিয়া (২২),পিতা-মোঃ ফারুক, সাং-বালুচরপাড়া,উভয়থানা-

পলাশ,জেলা-নরসিংদী, (৩)শফিকুল ইসলাম শফিক(৩৫),পিতা-আঃ রউফ মিয়া,সাং-পারুলিয়া,থানা-শিবপুর,জেলা-

নরসিংদীদের দখল হতে ৪,২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার

করেন এবং একই দিনে ২০:৪৫ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন ভেলানগর সাকিনস্থ ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন নুরুল হক স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী (৪) সুজন দাস (২৪),পিতামৃত-সন্তোষ দাস,সাং-হরিশামা,(৫)শাকিল মিয়া (২০),পিতা-ধনু মিয়া,সাং-২০নং সুরমা চা বাগান, উভয়থানা-মাধবপুর,জেলা-হবিগঞ্জ,(৬) মোঃ সুজন মিয়া (২৪),পিতা-লাউজ মিয়া,সাং-শ্রীমঙ্গল,থানা-শ্রীমঙ্গল,

জেলা-মৌলভীবাজারদের দখল হতে ১০০ (একশত) ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৩,৫৫,০০০/=(তের লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা।

এ সংক্রান্তে নরসিংদী মডেল থানা ও পলাশ থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225