দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালায়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুস্পমাল্য অর্পন ও বিকালে কোরআন খতম,দোয়া মহাফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক প্রভাষক মোঃ আবুল বাসার সবুজ এর সভাপতিত্বে দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপিকে প্রধান অতিথি রেখে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম, আহ্বায়ক মোঃ সাজেদুর রহমান রানা, মোজাম্মেল হক, ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান সবুজ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান জনি, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য মোঃ মারফিদুল ইসলাম, সহ উপজেলা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
এসময় স্বেচ্ছাসেবক লীগের প্রভাষক আহ্বায়ক আবুল বাসার সবুজ বলেন স্বেচ্ছাসেবক লীগ সংগঠন হয়েছে মানুষকে সেবা দেয়ার জন্য, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। করোনা ভাইরাসের এই সংকটময় সময়ে স্বেচ্ছাসেবক লীগ এমপি শিবলী সাদিক এর নির্দেশে অসহায় মানুষদের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছে।