যশোরের বেনাপোল সীমান্ত পথে অভিনব কায়দায় পাচারের সময় ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। সোমবার (২৭ জুলাই) রাত ৯ টায় বেনাপোল সীমান্তের ছোট আচড়া মন্দির সড়কের পাশ থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা জানান, তার কাছে গোপন সংবাদ আসে পাচারকারীরা বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে ছোট আচড়া মন্দির সড়কের পাশে সংগ্রহ করেছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি।
পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি ট্রাকের টায়ার জব্দ করা হয়। পরে সেই টায়ারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। উদ্ধারকৃত ফেন্সিডিল পরবর্তীতে বিজিবি যশোর ব্যাটালিয়নের পাঠানো হবে জানান তিনি।