সরিষাবাড়িতে নদী রক্ষা বাঁধ ভেঙ্গে ২০ টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল-ভবানীপুর নদী রক্ষা বাঁধ পানির প্রবল  স্রোতে ভেঙে গেছে। মঙ্গলবার ২৭ জুলাই ঝিনাই নদীর বাঁধে এ ঘটনা ঘটে। এতে নতুন করে প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছে ২০টি গ্রামের মানুষ।

 

এ ব্যাপারে ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন রতন জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৩টায় ঝিনাই নদীতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্মিত ডোয়াইল-ভবানীপুর নদী রক্ষা বাঁধের ভবানীপুর পূর্বপাড়া স্থানে ভাঙনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই নদীর পানির তীব্র স্রোতে বাঁধের প্রায় ২০ মিটার অংশ ভেঙে বিলীন হয়ে যায়। এতে ডোয়াইল, ভবানীপুর, বিলপাড়া, কাজী সদর, বেপারীপাড়া, পঞ্চনন্দপুর, পরমানন্দপুর, নয়াপাড়া, কৃষ্ণপুরসহ বাঁধের আশেপাশে থাকা অন্ততঃ ২০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এ বাঁধে পার্শ্ববর্তী ১০টি গ্রামের মানুষ নিয়মিত চলাচল করে। বাঁধটি নির্মাণের পর থেকে এ পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি। বেশ কয়েকটি স্থানে পূর্বে থেকেই ফাঁটল থাকলেও কর্তৃপক্ষ তা নজরে নেয়নি। ফলে সাম্প্রতিক বন্যায় ভাঙনের সৃষ্টি হলো। এতে এ এলাকার অন্ততঃ অর্ধ লক্ষাধিক মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে।

 

এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ জানান, নদীর তীব্র স্রোতে ওই বাঁধের প্রায় ২০ মিটার অংশ ভেঙে গেছে। বাঁধটি প্রাথমিকভাবে সংস্কার করে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করতে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, ৪৮ কি.মি দৈর্ঘ্যের কাবারিয়াবাড়ি প্রকল্পের আওতায় নির্মিত বাঁধের এক অংশ স্রোতে ভেঙে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শীঘ্রই বাঁধটি সংস্কার করা হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225