মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ৩ টি গ্রামের অসহায় বন্যাদুর্গত তিন শতাধিক মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ।
বৃহস্পতিবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইনামুল ইসলাম সাকিবের নিজস্ব অর্থায়নে হরিরামপুরের ধুলশোর, সুতালরি, হাতিঘাটা গ্রামের বন্যাদুর্গত তিনশত পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী দেয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে নির্মল রঞ্জন গুহ বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা করোনাকালে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়া, দেশব্যাপী অসহায় মানুষদের খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি তাতে করে আমি সহ দলের অনেকই করোনায় আক্রান্ত হয়েছি। সবার ভালোবাসা ও দোয়ায় করোনা মুক্ত হয়ে নেত্রীর নির্দেশে আবারো বন্যায় অসহায়দের পাশে দাড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করি দেশের প্রতিটি দুর্যোগে সেচ্ছাসেবকলীগ দেশের মানুষের পাশে থাকবে।
এ বিষয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা ইনামুল ইসলাম সাকিব বলেন, করোনাকালে আমি নিজস্বভাবে সচেতনতামূলক লিফলেট, ৫-৬ হাজার মাস্ক, ৬ শত পিছ সেনিটাইজার, ৩ শত অসহায় দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। আজ নির্মল দাদার নির্দেশে ৩০০ পরিবারকে চাল, আটা, মুড়ি, চিড়া, আলু, পিয়াজ দিয়েছি। আল্লাহ সহায় থাকলে আরো কয়েকশত পরিবারকে খুব শীঘ্রই দিব।
উক্ত খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সদস্য প্রাণ কৃষ্ণ রায়, বিচারপতি নুরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক রতন কুমার দাস, হরিরামপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ইমদাদুল হক ভূইয়া বাদল, সদস্য মাহমুদ হোসেন চৌধুরী অসিম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম সুজন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর ফয়সাল রাহী, অভিজিৎ সাহা, শাহীনুর রহমান শাহিন, মোঃ রুবেল হোসেন প্রমুখ।#