মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরমাস্তল চরপাড়া বিল এলাকায় আজ বেলা সাড়ে বারোটায় মর্মান্তিক নৌকা ডুবির ঘটনায় এক পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। এ খবর লেখা পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধা করা হয়েছে এবং আরো দুই শিশু নিখোঁজ রয়েছে। নিহতরা হলেন হনুফা (৩৭) তার বোনের মেয়ে রোকসানা (২৮) ও ভাই রিয়াজুল (১৩)।
স্থানীয় মান্দারতা বাজার ব্যবসায়ী আওলাদ হোসেন জানান, চরমাস্তল চরপাড়া বিলে ঝড়ের সময় নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে নৌকার মাঝি হনুফার বোনের ছেলে মনির ও হনুফার স্বামী আব্দুল হক জীবিত উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে হনুফার মেয়ে মিথিলা (১২) ও রোকসানার ছেলে শান্ত (১১)।
তিনি আরো জানান, নিহতদের বাড়ি উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামে। তারা চরমাস্তল চরপাড়া গ্রামে তাদের বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে ঝড়ে তাদের নৌকা ডুবে যায়। নৌকার মাঝি মনির হনুফার বোনের ছেলে মনিরদের বাড়িতে বেড়াতে যাচ্ছিল।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাসমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালাচ্ছে।