দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানানো হয়।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহজাহান আলী জানান, জ্বরসহ করোনা ভাইরাসের অন্যান্য উপসর্গ থাকায় সোমবার সকালে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ এর নমুনা সংগ্রহ করে তা পরিক্ষার জন্য দিনাজপুর এম. রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার তার নমুনা পরিক্ষার রিপোর্ট আসলে তাকে করোনা পজিটিভ শনাক্ত পাওয়া যায়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ জানান গত কয়েক দিন থেকে শরীরে জ্বরসহ করোনার উপসর্গ দেখা দেয়। গত সোমবার করোনা পরিক্ষার জন্য নমুনা দেন। এর পর থেকেই তিনি বাড়িতেই ছিলেন।