আজ ৫ আগস্ট ২০২০ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী একযোগে এক লক্ষ চারাগাছ বিতরণ কার্যক্রমের পরিপ্রেক্ষিতে নরসিংদী জেলায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ১৯৭৫ আত্মদানকারী বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করে
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্রীড়া ও সংস্কৃতিসহ সকল সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে শহীদ শেখ কামালের দক্ষ সাংগঠনিক ভূমিকার কথা তুলে ধরেন এবং জেলা পর্যায়ে গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচি একটি সামাজিক আন্দোলনে পরিনত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।