বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিসি অ্যাওয়ার্ড-২৪ পেলেন আব্দুল মান্নান মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছে বিএনপি শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাংবাদিক নেতা গোলাম ফারুক মজনু বিরামপুর পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর বিচারের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মিজান শাহ্ দরবারে ৫৩ তম মাহফিল অনুষ্ঠিত। অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান আবহাওয়ার বৈরীতায় উত্তাল সাগর, ঝড়ের আশঙ্কা

ফেসবুকে তথ্য প্রতিমন্ত্রীকে নিয়ে মিথ্যাচার, পৌর মেয়রের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

মোস্তাক আহমেদ মনির, জামালপুর থেকে / ১৬০ শেয়ার
প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২০

জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মিথ্যাচার করার অপরাধে পৌরসভার মেয়র মো. রুকুনুজ্জামান রোকনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার উপজেলা যুবলীগের সদস্য ছামিউল হক বাদী হয়ে সরিষাবাড়ী থানায় এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. রুকুনুজ্জামান রোকন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গত মঙ্গলবার রাত ৮টা ২৭ মিনিটে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে আক্রমনাত্মক, মিথ্যা, অসম্মান জনক, ভীতি প্রদর্শন, তথ্য উপাত্ত প্রকাশ করে। এতে করে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির মানহানি, সম্মান ও ভাবমূর্তি বিনষ্ট হওয়ায় উপজেলা যুবলীগের সদস্য ছামিউল হক বাদী হয়ে সরিষাবাড়ী থানায়  মামলা দায়ের করেন। জানা যায়, ইতিপূর্বেও মেয়র রুকনের ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে একই ধরণের অপপ্রচার চালানো অভিযোগ পাওয়া গেছে।

 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করীম বলেন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপিকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানোর অপরাধে পৌরসভার মেয়র মোঃ রুকুনুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com