মানিকগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

মানিকগঞ্জের সদর উপজেলায় বাস চাপায় স্বামী- স্ত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার  ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ইয়াসমিন বেগম(৪৫)ও তার স্বামী হুমায়ন কবির ভুইঁয়া(৫৫)।  নিহত ইয়াসমিন মুলজান পল্লী বিদ্যুত অফিসের বিলিং সেক্টরে কর্মরত ছিলেন।  হুমায়ন সদর উপজেলার চরঘর পাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় আরো ১০ জন আহত হন।

 

মানিজগঞ্জ পল্লী বিদ্যুত অফিসের সিনিয়র জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ জানান, আজ সকালে দিকে পল্লী বিদ্যুত অফিসের বিলিং সেক্টরে কর্মরত ইয়াসমিনকে অফিসে পৌছে দেওয়ার জন্য তার স্বামী হুমায়ন মোটরসাইকেল যোগে অফিসে আসার সময় অফিস গেটের সামনে  পাটুরিয়াগামী গোল্ডেন পরিবহনের(১৪-৫৮২৩) নম্বরের একটি বাসের চাপায় পিষ্ঠ হন।এতে দুর্ঘটনাস্থলেই মারা যান হুমায়ন। আর মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পর ইয়াসমিনকে মৃত ঘোষণা করে দায়িত্বরত চিকিৎসক।

 

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হলে চালক ও হেলপার পালিয়ে গেছে।#

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225