বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
বিজিসি অ্যাওয়ার্ড-২৪ পেলেন আব্দুল মান্নান মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছে বিএনপি শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাংবাদিক নেতা গোলাম ফারুক মজনু বিরামপুর পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর বিচারের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মিজান শাহ্ দরবারে ৫৩ তম মাহফিল অনুষ্ঠিত। অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান আবহাওয়ার বৈরীতায় উত্তাল সাগর, ঝড়ের আশঙ্কা

ঈশ্বরদীতে জালাল উদ্দিন তুহিনের সাংবাদিকদের সাথে মতবিনিময়

মো: খায়রুল বাশার মিঠু, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি / ১৮২ শেয়ার
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জালাল উদ্দিন তুহিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টায়  ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়নে  মতবিনিময় সভায় জালাল উদ্দিন তুহিন আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে সাংবাদিকদের জানান।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জালাল উদ্দিন তুহিন জানান, আমি ছাত্র জীবন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। পড়াশুনা শেষ করে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সস্পৃক্ত হয়েছি। পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু পরিষদের রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত রয়েছি। বঙ্গবন্ধুকে নিয়ে রিসার্চ ও বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন মুর‍্যাল  নির্মাণসহ বঙ্গবন্ধুর জীবন নিয়ে বিভিন্ন গবেষণামূলক কর্মকান্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি।

উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত করে জালাল উদ্দিন বলেন,  আমি  আধুনিক ও যুগোপযোগী  ঈশ্বরদী-আটঘরিয়া গড়তে চাই।  একজন ব্যবসায়ী সেজন্য ঈশ্বরদী-আটঘরিয়াকে  ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ ও শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে চাই। ঈশ্বরদী ইপিজেডে শিল্প প্রতিষ্ঠানের আরো প্রসার ঘটিয়ে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।

ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডুর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের সঞ্চালনায় মতবিনিময় সভার আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, এম এ কাদের, আবুল হাসেম, এস এম ফজলুর রহমান, সেলিম সরদার,  আলমাস হোসেন, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস,সাপ্তাহিক  সময়ের ইতিহাস পত্রিকা ও ইতিহাস টুয়েন্টিফোর অনলাইন পোর্টালের সম্পাদক শেখ মহসীন, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি শহিদুল্লাহ খান প্রমূখ।

 

এসময় উপস্থিত ছিলেন,প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, কোষাধ্যক্ষ মিশুক প্রধান,  দপ্তর সম্পাদক ও দাশুড়িয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম,  সাহিত্য-সংস্কৃতি সম্পাদক আতাউর রহমান বাবলু, প্রথম সকালের সম্পাদক মহিদুল ইসলাম, জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মেহেদি হাসান, আমাদের সময় প্রতিনিধি ওয়াহেদ আলী সিন্টু,  প্রেসক্লাবের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ওহিদুজ্জামান টিপু, নির্বাহী সদস্য আক্তারুজ্জামান মিরু, সাংবাদিক গোপাল অধিকারী,  শাহিনুর রহমান বাঁধন, মাহফুজুর রহমান শিপন, জিল্লুর রহমান জিল্লু, অনলাইন পোর্টাল সাংবাদিক আসিফ, সবুজ, রকিব প্রমূখ।

পরে প্রেসক্লাবের সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য জালাল উদ্দিন তুহিন মাস্ক প্রদান করেন।

 

 

 

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com