বৃহস্পতিবার (৬/০৮/২০২০) দুপুর সাড়ে ১২ টার দিকে সিংগাইরের জয়মন্টপ বাজারের পশ্চিম পাশে দেওলী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন ও দুপুর ২ টার দিকে শিবালয় বাসস্ট্যান্ড টু লঞ্চঘাট রোড এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলার মোহাম্মদপুর থানার মৃত-গৌরাঙ্গ সরকারের ছেলে অভি সরকার (২২), ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার গনেশ মন্ডলের ছেলে জনি মন্ডল (২০), মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ননি গোপাল সরকারের ছেলে নাথু সরকার (২২) ও পাবনা জেলার পাথরতলা গ্রামের চন্দন সাহার পুত্র চপল সাহা (২০)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফ সরকার জানান, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা হতে কৌশলে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে শিবালয় ও সিংগাইর থানা এলাকা সহ আশপাশ এলাকায় বিক্রি করে আসছে। জেলা গোয়েন্দা পুলিশ শিবালয় ও সিংগাইরে পৃথক দুটি অভিযানের মাধ্যমে তাদেরকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।